Views Bangladesh Logo

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সঠিক ছিল না: ফরহাদ মজহার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রয়োজন ছিল বলে মনে করলেও, তা পুরনো ট্রাইব্যুনালে হওয়াকে ‘সঠিক সিদ্ধান্ত’ মনে করেন না কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহার। তার মতে, নতুন ট্রাইব্যুনালে বিচার হলে আন্তর্জাতিক অঙ্গনে তা আরও গ্রহণযোগ্য হতো; বর্তমান প্রক্রিয়া নিয়ে প্রতিশোধমূলক বিচারের প্রশ্ন উঠবে।

রোববার একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

ফরহাদ মজহার বলেন, মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং সময়কার সংসদ সদস্যদের ‘রেট্রোঅ্যাকটিভ আইন’ করার জন্যও বিচারের মুখোমুখি করা উচিত।

তার ভাষায়— আমি মনে করি, আন্তর্জাতিকভাবে তো ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ গ্রহণযোগ্য নয়... আপনি যে আইনে বিচার করছেন, সেই আইনকে স্থগিত রেখে আরেকটা নতুন আইন দিয়ে আপনি তাকে ফাঁসি দেবেন শুধু ফাঁসি দেবার জন্য, এটা তো মার্ডার।

তিনি বলেন— ‘মানে এই যে জাতীয় সংসদ জাতীয় সংসদ বলেন, তাহলে পার্লামেন্ট তো আইন করার নামে একটা খুনের ভূমিকা পালন করেছে।’

ফরহাদ মজহারের মতে, ভুল প্রক্রিয়ায় বিচার করলে শেখ হাসিনার অপরাধ প্রমাণের সুযোগ কমে যায়— ‘সমস্যা অনেক ক্ষেত্রে... এটা একটা প্রতিশোধ হয়েছে—তো আমি তো এটা শুনতে চাই না।’

পুরনো ট্রাইব্যুনালে বিচারকে তিনি ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করে তিনি বলেন, একই ট্রাইব্যুনাল করাটা সঠিক ছিল না; করা উচিত ছিল ভিন্ন ট্রাইব্যুনাল।

তিনি বলেন, এজন্য আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কাউন্সিল চেয়েছিলাম... সত্যিকার যে পাপী, তাকে কিন্তু আপনি পেতেন।’

এ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও তিনি আপত্তি তোলেন। তার ভাষায়— তার মানে আপনি বিচার করতে চাইছেন না আসলে... যারা সত্যিকার অর্থে গুম করেছে, আয়নাঘর বানিয়েছে, এদের আপনি বিচার করছেন না।

সামরিক আইনে বিচার না করার প্রসঙ্গে তিনি বলেন— মিলিটারি আইনে বিচার কেন হলো না?... তাহলে এটা কি আপনারা চক্রান্ত করছেন, এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য?

সেনাবাহিনীর কমান্ড কাঠামোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন— তো আপনি তার জন্য তাকে দোষী করবেন, নাকি যিনি কমান্ড দিয়েছেন, তাকে দোষী করবেন?... তার তো কোনো আইন নাই।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ