Views Bangladesh Logo

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, অভিযানে সিআইসি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) রাজধানীর মতিঝিলে অবস্থিত পূবালী ব্যাংকের একটি শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে। এই লকারের পাশাপাশি, তার নামে একটি এবং যৌথ নামে আরেকটি, মোট দুটি স্থায়ী আমানত রসিদ (এফডিআর) পাওয়া গেছে।

সিআইসি কর্মকর্তারা লকারটি খোলা এবং এর ভেতরকার জিনিসপত্র যাচাই করার জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে অভিযান শুরু করেন। সূত্র অনুযায়ী, শেখ হাসিনার নামে থাকা এফডিআরটির মূল্য ১২ লাখ টাকা। অন্য এফডিআরটি যৌথ নামে করা, যার মূল্য ৪৪ লাখ টাকা।

এনবিআরের কর্মকর্তারা জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি চাবি ব্যাংকের কাছে থাকার কথা থাকলেও, শেখ হাসিনা নিজে দুইবার ব্যাংকে গিয়ে লকারটি খোলেন এবং দুটি চাবিই নিজের কাছে রেখে দেন।

আগস্টের আন্দোলেনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার কিছু অপ্রকাশিত সম্পত্তির সন্ধান পায়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে শেখ হাসিনার নামে থাকা কোনো ব্যাংক লকার বা সম্পদের তথ্য জানতে চায়, যার ফলস্বরূপ এই তদন্ত শুরু হয়েছে। এর আগে, সিআইসি আনুষ্ঠানিকভাবে লকারের তথ্য চাইলেও পূবালী ব্যাংক কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

এছাড়া আরেকটি ঘটনায়, দুদক সম্প্রতি শেখ হাসিনা, তার পরিবার এবং আরও ২৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে অবৈধভাবে ৬০ শতক সরকারি জমি দখলের অভিযোগে ছয়টি মামলা দায়ের করেছে। এ ছাড়া, দুদক তার বিরুদ্ধে দুর্নীতির আরও বেশ কিছু অভিযোগ তদন্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ