পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংকের মতিঝিল সেনা কল্যাণ ভবন শাখায় লকারটি সিলগালা করা হয়।
সিআইসি-এর মহাপরিচালক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আরও তদন্ত চলছে।’
এনবিআর সূত্রের বরাতে বলা হয়েছে, লকারের ভেতরে স্বর্ণালঙ্কার এবং কিছু গুরুত্বপূর্ণ দলিল থাকতে পারে। তবে কর্মকর্তারা এ পর্যন্ত লকারের ভেতরের সঠিক জিনিসপত্র সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি। কর্তৃপক্ষ আরেকটু তদন্ত করে পরবর্তী বক্তব্য দেবেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, এটি একটি চলমান তদন্তের অংশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে