সংস্কার কি পথ হারাল, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, আর তার অভিঘাত সামাজিক ও অর্থনৈতিক জীবনেও পড়ছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের একটি উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের শুরুতে আমরা সংস্কার কার্যক্রম নিয়ে যুক্ত হয়েছিলাম; কিন্তু এখন সেই উৎসাহ অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটা কি আকাঙ্ক্ষার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে—এই প্রশ্ন আমাদের সামনে বড় হয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, সংস্কারের কারিগরি জ্ঞান অনেকে দিতে পারেন, কিন্তু বাস্তবায়ন ভিন্ন বিষয়। সেই বাস্তবায়নের চাহিদা তৈরি করতে সামাজিক কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল সংস্কার নিয়ে। কিন্তু এক বছরে সংস্কার কতটা এগিয়েছে? অন্তর্বর্তী সরকার বাকি সময়ে কতটুকু অগ্রগতি আনতে পারবে? রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারের প্রতিফলন কেমন থাকবে—এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তার মতে, রিফর্ম ওয়াচের মাধ্যমে সংস্কার কার্যক্রমে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর কতটা প্রতিফলিত হচ্ছে, সেটিই নজরদারির বিষয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান বলেন, সংস্কারের আলোচনা বহুদিন ধরেই আছে। কিন্তু সংস্কারকর্তারা তা কতটা অনুধাবন করছেন, সেটিই বড় প্রশ্ন। এখানে রাষ্ট্র ও সরকারের সক্ষমতা এবং ইচ্ছা জরুরি। পাশাপাশি আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক এলিটদের সংস্কারবিরোধিতাও বড় চ্যালেঞ্জ।
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আগের অনেক সংস্কার উদ্যোগ সফল হয়নি। এবার কি হবে, সেটার উত্তর দরকার। তবে এবার আমরা আশাবাদী, তাই সবাইকে এই কার্যক্রমে যুক্ত করেছি।
সেমিনারে নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন প্রতিনিধি সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে