Views Bangladesh Logo

মারা গেলেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী ম্যাগি স্মিথ

 VB  Desk

ভিবি ডেস্ক

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। বিখ্যাত হ্যারি পটার সিরিজে প্রফেসর ম্যাকগোনাগল-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুইবার অস্কার জিতেছেন ম্যাগি। ১৯৬৯ সালে দ্য প্রাইম অব মিস জিন ব্রোডির জন্য প্রথম অস্কার জিতেছিলেন তিনি। ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়া স্যুট ছবিতে সহ-অভিনেত্রীর জন্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় ছবি হলো হ্যারি পটারের সিরিজ। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটসহ বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ