কেনের হ্যাটট্রিকে বায়ার্নের ৬–০ গোলে জয়
দুর্দান্ত ফর্মে নতুন মৌসুমের সূচনা শুরু করল বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২২ আগস্ট) রাতে আরবি লাইপজিগকে ৬–০ গোলে উড়িয়ে দিল জার্মান জায়ান্টরা।
ম্যাচের নায়ক ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। বিরতির পর মাত্র ১৩ মিনিটের ব্যবধানে (৬৪ থেকে ৭৭ মিনিটে) হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১৯৭১ সালের পর মৌসুমের উদ্বোধনী ম্যাচে এটি তার সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক। সেই বছর মাত্র ১২ মিনিটে তিন গোল করেছিলেন শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার।
কেনের নতুন সতীর্থরাও আলো ছড়িয়েছেন। মাইকেল ওলিসে করেছেন দুই গোল, আর লিভারপুল থেকে সম্প্রতি যোগ দেয়া লুইস দিয়াস করেছেন এক গোল। ম্যাচের প্রথমার্ধেই ওলিসের জোড়া গোল ও দিয়াসের দারুণ এক শটে ৩–০ তে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন কেন, তার দুটি গোলে সহায়তা করেন দিয়াজ।
টটেনহ্যাম থেকে ২০২৩ সালে যোগ দেয়ার পর এটি বায়ার্নের জার্সিতে কেনের নবম হ্যাটট্রিক।
শেষ বাঁশি বাজার আগে বদলি হওয়ার সময় ৩২ বছর বয়সী কেনকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। ম্যাচ শেষে কেন বলেন, “প্রথমার্ধে আমরা যখন ৩–০ তে এগিয়ে ছিলাম, তখন আমি বুঝেছিলাম আমাকেও গোল করতে হবে।”
বায়ার্ন অধিনায়ক যশুয়া কিমিখ সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘কেন শুধু গোলই করে না, সে সতীর্থদেরও সুযোগ করে দেয় এবং রক্ষণভাগে অবদান রাখেন। এটাই দলের জন্য তার সবচেয়ে বড় অবদান।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে