Views Bangladesh Logo

হোয়াইট হাউস দখলের শেষ ধাপে মিশিগানে হ্যারিস, জর্জিয়ায় ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনি প্রচারণায় মিশিগানে যাচ্ছেন, অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মপ্রাণ ভোটারদের সমর্থন পেতে জর্জিয়ায় অবস্থান করছেন। এ দুই প্রার্থী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রচারণার প্রস্তুতিতে ব্যস্ত।

পেনসিলভানিয়ার সুইং স্টেটে আফ্রো-আমেরিকাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কমলা। পরে একটি চার্চে আলোচনা সভাও করার কথা রয়েছে। এদিন হ্যারিস মিশিগানের বিভিন্ন এলাকায় ভ্রমণ করবেন। সেখানে তিনি উৎপাদন খাতে চাকরি ও শ্রমিক ইউনিয়নের জন্য তার সমর্থনের বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন এক প্রচারণা কর্মকর্তা।

হ্যারিস আরও একটি সমাবেশে অংশ নেবেন, যেখানে তার সঙ্গী মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ এবং গায়িকা ম্যাগি রজার্সও উপস্থিত থাকবেন বলে জানায় রয়টার্স।

এদিকে রোববার নিউইয়র্কে সমাবেশ শেষ করে ট্রাম্প সোমবার আটলান্টা এলাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন।

হ্যারিস এবং ট্রাম্প বর্তমানে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে সমানে সমান অবস্থানে আছেন। উভয় প্রার্থী অবশিষ্ট অনিশ্চিত এবং স্বাধীন ভোটারদের মন জেতার চেষ্টা করছেন এবং তাদের নিজ নিজ সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে আহ্বান জানাচ্ছেন।

যেখানে ট্রাম্প তার প্রচারণায় অভিবাসন বিরোধী বার্তা দিচ্ছেন এবং হ্যারিসকে অপমানজনক বক্তব্যের মাধ্যমে আক্রমণ করছেন। অন্যদিকে হ্যারিস ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিত্রায়িত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ