Views Bangladesh Logo

নতুন বাংলাদেশে সম্প্রীতি ও সহনশীলতা আরও দৃঢ় হবে: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার শিকড় আরও গভীর হবে।

আগামীকাল ৫ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) দেয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম, বর্ণ ও বিশ্বাস নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানবিক মূল্যবোধভিত্তিক, ন্যায্য ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যাত্রা আরও গতিশীল হবে।

প্রফেসর ইউনূস বলেন, গৌতম বুদ্ধ সারা জীবন অহিংসা, সাম্য ও করুণার বাণী প্রচার করেছেন—মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠাই ছিল তার জীবনের লক্ষ্য। তার আদর্শ মানবতা ও ত্যাগের আলোয় উজ্জ্বল, যা আজও বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির পথনির্দেশক হিসেবে শ্রদ্ধার সঙ্গে অনুসৃত হচ্ছে।

তিনি মনে করিয়ে দেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও সংঘাতের সময়ে বুদ্ধের দর্শন মানবজাতির জন্য প্রাসঙ্গিক পথনির্দেশ হতে পারে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রাচীন বিহার ও প্রত্নস্থল প্রমাণ করে—একসময় বাংলাদেশ ছিল এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। দেশের প্রতিটি অর্জন এসেছে সবার সম্মিলিত অবদান থেকে—ধর্ম বা বর্ণের বিভাজন ছাড়াই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ