রাষ্ট্র সংস্কারের এ সুযোগ যেন ব্যর্থ না হয়: আলী রিয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে সংস্কারের সুযোগ এসেছে, তা যেন নষ্ট না হয়। বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংস্কার সংলাপের নবম দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যে পর্যায়ে এসেছি, তা অনেক দমন-পীড়ন ও প্রাণহানির মধ্য দিয়ে অর্জিত। এখন এমন এক সম্ভাবনার দরজায় আমরা দাঁড়িয়ে আছি, যা আগে কখনও দেখা যায়নি। এই সুযোগ নষ্ট করা যাবে না।’
সকাল ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হয়। অধ্যাপক আলী রিয়াজ সভায় সভাপতিত্ব করেন।
তিনি জানান, প্রথম দফার আলোচনায় অনেক বিষয়ে ঐক্যমত্য হলেও কিছু মূল বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। ‘এগুলো ছাড়াও আরও প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো আমাদের মতে আলোচনার দাবি রাখে—এমনকি অনেক ক্ষেত্রে এগুলো মৌলিক বিষয়,’ বলেন তিনি।
তাই এই দফার আলোচনায় সেই ২০টি বিষয়ের মধ্যে কয়েকটি উপস্থাপন ও আলোচনার চেষ্টা করছে কমিশন।
এ দিনের আলোচনার বিষয়ে আলী রিয়াজ জানান, আজ মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে—রাষ্ট্রপতির ক্ষমামূলক ক্ষমতা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি ক্ষমতা।
তিনি বলেন, গত ৫৩ বছরে দেশে সংস্কার নিয়ে প্রকৃত কোনও আলোচনার পরিবেশ গড়ে ওঠেনি। এবার সেই সুযোগ তৈরি হয়েছে।
প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের সংলাপে অংশ নেন এবং প্রস্তাবিত সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে