এনআইডি সংশোধনে হয়রানি কমেছে: ইসি সচিব
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে নাগরিক হয়রানি আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, 'এনআইডি সংশোধন নিয়ে জনদুর্ভোগ কমাতে আমরা যে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছি, তার সুফল মিলছে। বছরের শুরুতে ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি আবেদন অনিষ্পন্ন ছিল। জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন করে আরও ৬ লাখ ৫ হাজার ৫২০টি আবেদন জমা পড়ে। সব মিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে আমরা ৯ লাখ ৭ হাজার ৬৬২টি নিষ্পত্তি করতে পেরেছি।'
সচিব আরও জানান, মাসিক গড় আবেদনও কমে এসেছে। আগে যেখানে প্রতি মাসে প্রায় ১ লাখ আবেদন আসতো, এখন তা নেমে এসেছে ৮০ হাজারে। বর্তমানে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, 'একসময় এনআইডি সংশোধনের আবেদন করতে গিয়ে মানুষকে ব্যাপক হয়রানির শিকার হতে হতো। এখন সেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে। আমরা আশা করছি, খুব শিগগির এনিয়ে আর কোনো অভিযোগ থাকবে না।'
এনআইডি সংশোধনে আরও স্বচ্ছতা আনতে চারস্তরের শ্রেণিবিন্যাস চালু করা হয়েছে বলে জানান আখতার হামিদ। আবেদন যাচাই-বাছাই শেষে শুনানির মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ৫৪ লাখ ৭০ হাজারের বেশি সংশোধনের আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫৩ লাখ ৯০ হাজারের বেশি ইতোমধ্যে নিষ্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘লকড’ থাকা এনআইডি নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, 'অনেকের এনআইডি লকড আছে, এমনকি আমারটাও শুনেছি লক করা। কেউ যেন অপব্যবহার না করতে পারে, সেই সতর্কতা থেকেই এটা করা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণেও কিছু এনআইডি লকড হয়েছে। ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনায় না যাওয়াই ভালো।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে