এশিয়া কাপ ম্যাচ ঘিরে ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে ম্যাচ শেষে খেলোয়াড়দের আচরণই এখন ফলাফলের চেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়দের হ্যান্ডশেক (করমর্দন) না করা নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
ম্যাচের আগের উত্তেজনার বিপরীতে খেলা খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত সহজ জয় তুলে নেয়। কিন্তু খেলা শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও তার সতীর্থরা সৌজন্য বিনিময়ের চেষ্টা করলে ভারতীয় খেলোয়াড়রা করমর্দনে অস্বীকৃতি জানান। যাদব ও শিভম দুবে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান এবং পরে সেটি বন্ধ করে দেয়া হয়।
পুরস্কার বিতরণী ও সংবাদ সম্মেলনে যাদব ব্যাখ্যা দেন, এ আচরণ ছিল কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানোর প্রতীকী উদ্যোগ। তিনি বলেন, ‘ক্রিকেটে আবেগের চেয়ে বড় কিছু বিষয় আছে। আমরা পেহেলগামে নিহতদের পরিবার ও ভারতীয় সেনাদের সম্মান জানাতে চেয়েছি। এ জয় তাদের প্রতি উৎসর্গ করা হলো।’ তিনি জানান, সিদ্ধান্তটি শুধু তার নয়, দলের পক্ষ থেকেও নেয়া হয়েছে। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরই খেলোয়াড়দের করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ঘটনাকে ‘অক্রীড়ামূলক আচরণ’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, ম্যাচ শুরুর আগেই টসের সময় রেফারি সালমানকে যাদবের সঙ্গে করমর্দন না করতে বলেন। পিসিবি আরও নিশ্চিত করেছে, এর প্রতিবাদ হিসেবেই অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি, যেহেতু উপস্থাপক ছিলেন ভারতীয়।
পাকিস্তান দলের কোচ মাইক হেসনও এ ঘটনাকে অক্রীড়ামূলক মন্তব্য করে জানান, সালমান আলী আগার পুরস্কার বিতরণীতে অনুপস্থিত থাকা ছিল সচেতন সিদ্ধান্ত। দলীয় ব্যবস্থাপনা ম্যাচ রেফারির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ভারতের আচরণকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি নির্বাক। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক রূপ দেয়া ঠিক নয়। এটি হতাশাজনক।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
এদিকে দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ভারত প্রায় সুপার ফোরে নিশ্চিত হয়ে গেছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ শুক্রবার ওমানের বিপক্ষে। পাকিস্তান বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। ভারতীয়দের কাছে হেরে গেলেও তারা পরবর্তী পর্বে উঠবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে