হামজা-সোহেলের গোলে বাংলাদেশের জয়
দীর্ঘ ৫৫ মাস পর আবারও ফুটবল ফিরল জাতীয় স্টেডিয়ামে। সমর্থকদের উল্লাস আর স্লোগানে মুখর হয়ে উঠল গ্যালারি। ষষ্ঠ মিনিটে হামজা চৌধুরীর গোলে সেই উচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়ে চারদিকে। ভুটানের বিপক্ষে এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেমেই সোহেল রানা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। হামজা ও সোহেলের গোলে প্রীতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় ভুটানকে। আগামী ১০ জুন একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।
গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। তবে আজ দেশের মাটিতে প্রথম খেলতে নেমে ঝলক দেখাতে খুব বেশি সময় নেননি ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ষষ্ঠ মিনিটেই খুলে ফেলেন নিজের গোলের খাতা।
গোলের জন্য বাংলাদেশ শুরু থেকেই মেলে ধরে আক্রমণাত্মক ফুটবল। তৃতীয় মিনিটে কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে জামাল ভূঁইয়া বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ করতে পারেননি। পরের মিনিটে কাজেমের কাটব্যাকে হামজার শট প্রতিপক্ষের রক্ষণে ব্লক হয়। ষষ্ঠ মিনিটে বাঁধনহারা উদযাপনে মেতে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার কর্নারে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা।
এই গোলের পর কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। ২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় করছিলেন তপু বর্মন। তবে অভিজ্ঞ এই ডিফেন্ডার দ্রুতই পরিস্থিতি সামাল দেন। সম্ভাব্য বিপদ এড়ায় বাংলাদেশ।
৩০তম মিনিটে বাঁ দিক দিয়ে দুর্দান্ত ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব। তার পাস ধরে কিরমানি বাড়ান ফাহামিদুলকে। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপর জামালের শট পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ছয় মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল চলে যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার এসি গাইয়েলতেসেনের গায়ে লেগে ব্লক হয়।
দ্বিতীয়ার্ধে নেমে ডান দিক থেকে ৪৯ মিনিটে রাকিবের ক্রস ভুটানের ডিফেন্ডার ক্লিয়ার করেন। ফিরতি বলে প্রায় ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের চোখধাঁধানো কোনাকুনি শটে গোল করেন সোহেল রানা।
এরপর একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেনি বাংলাদেশ। ৫৬ মিনিটে জটলার ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন ফাহামিদুল। ভুটানেরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ছিল প্রচুর দর্শকের উপস্থিতি। প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গড়া নতুন এক বাংলাদেশ দলকে দেখা গেল এদিন। ভুটান ম্যাচের এই জয় সিঙ্গাপুরের বিপক্ষে সামনে আরও বড় অনুপ্রেরণা জোগাবে হামজা চৌধুরীদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে