ভুটানের বিপক্ষে খেলবেন হামজা ও ফাহামিদুল
আজ ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ও ভুটান পরস্পরের মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে খেলবেন দেওয়ান হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম। পুরো ম্যাচে পাওয়া যাবে হামজা। আর ম্যাচে কিছু সময় ফাহামিদুলকে খেলাবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।
মঙ্গলবার (৩ জুন) বাফুফে ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘বাংলাদেশ ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। সিঙ্গাপুর ম্যাচের জন্য ভুটানের ম্যাচকে গুরুত্ব দিয়ে খেলব। দলের সবাই ভালো মানসিকতায় রয়েছে।’
এদিকে শমিত সোম আজ সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলবেন এই ফুটবলার। শমিত দলে যোগ দিয়ে মিডফিল্ডে শক্তি বাড়বে। আলোচনা করে মিডফিল্ড কারা সামলাবেন, সেই সিদ্ধান্ত নেবেন কোচ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে