Views Bangladesh Logo

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল থেকে

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের বিধি এবং হজ প্যাকেজ ও গাইডলাইনস–২০২৬ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার, ১১ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সির মালিকদের এবং হজ ফ্লাইট পরিচালনাকারী তিনটি এয়ারলাইন্সকে এ সংক্রান্ত চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭ সালের (২০২৬) হজযাত্রীদের প্রাক্-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির অধিভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইনস–২০২৬ অনুযায়ী প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রাক্-হজ ফ্লাইটের মধ্যবর্তী ধাপে পাঠাতে হবে। বাকি যাত্রীদের মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশকে প্রথম ও শেষ ধাপে পাঠাতে হবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, কোনো হজ এজেন্সি প্রাক্-হজ ফ্লাইটের প্রথম বা শেষ ধাপে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।

নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ