Views Bangladesh Logo

বড় ভাইয়ের ইমামতিতে এবং লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা সম্পন্ন

নকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।

হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় ইমামতি করেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিরাপত্তাজনিত কারণে জানাজার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়। প্রথমে জানাজা বেলা আড়াইটায় হওয়ার কথা থাকলেও পরে দুপুর ২টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ