Views Bangladesh Logo

হাদিকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে: ডা. রাফি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডা. রাফি জানান, হাদি ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরবেন, তবে খুব দ্রুত ফেরার আশা করা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, এমন প্রত্যাশা করা অবাস্তব।

ডা. রাফি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত উন্নত এবং এখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট (এনএনআই) নামে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ আধুনিক সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।

তিনি জানান, হাদির মাথার ভেতরে বুলেটের একটি অংশ থাকার তথ্য থাকায় অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা-অপারেটিভ এমআরআইসহ জটিল সার্জারির প্রয়োজন হতে পারে। এসব সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে সহজলভ্য নয়। সে কারণে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে উল্লেখ করেন।

হাদির বর্তমান অবস্থা প্রসঙ্গে ডা. রাফি বলেন, তিনি জিসিএস-থ্রি কন্ডিশনে রয়েছেন এবং এ ধরনের রোগীদের সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লাগে।

উদাহরণ টেনে তিনি বলেন, সম্প্রতি একই হাসপাতালে গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত এক রোগীকে তিন মাস আইসিইউতে থাকতে হয়েছে। তাই হাদির ক্ষেত্রেও দ্রুত সুস্থতা প্রত্যাশা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, হাদি সুস্থ হয়ে ফিরলেও দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে এবং পরবর্তীতে নানা শারীরিক ও স্নায়বিক জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ