হাদি হত্যাচেষ্টা: আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) আটক করা হয়।
র্যাব জানায়, এ ছাড়া নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ওই সময় ফয়সাল নামের এক যুবককেও আটক করা হয়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সাল করিম এই দম্পতির তৃতীয় সন্তান। তিনি প্রায়ই আগারগাঁওয়ে তার বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন ফয়সাল। পরে বাসার সিঁড়ির পাশে কালো রঙের ব্যাগটি ফেলে দেন এবং আবার ভাগনেকে দিয়ে সেটি নিয়ে আসেন। তিনি ব্যবহৃত দুটি মোবাইলের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমের কাছে রেখে যান। এরপর তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেদিন ওই বাসা থেকে চলে যাওয়ার পর হুমায়ুন কবির ও তার স্ত্রী তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় যান। পরে তারা জুরাইন এলাকা থেকে দুটি মোবাইল সিম কিনে সেগুলো ব্যবহার করছিলেন।
গ্রেপ্তার হওয়া এই দম্পতিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে