সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হাদি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ জানান, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ভর্তি হয়ে তার চিকিৎসা চলবে।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুইজন গুলিবিদ্ধ করেন ওসমান হাদিকে। ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হওয়া তিনি পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে