Views Bangladesh Logo

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের জন্য গানম্যান নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুটি পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি সম্পাদকদের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে গানম্যান মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ