Views Bangladesh Logo

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

 VB  Desk

ভিবি ডেস্ক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান চালাচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে অভিযানের অংশ হিসেবে দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় পাড়ায় অবস্থানরত ১৫-২০ জন ইউপিডিএফ সদস্যের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী তল্লাশি অভিযানে ৮ রাউন্ড গুলি, ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট এবং ইউনিফর্মসহ আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় সশস্ত্র দলটি পালাতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ