Views Bangladesh Logo

গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নেত্রীর বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১ আগষ্ট) রাজধানীর ওয়ারি এলাকা থেকে জেন আলমকে আটক করেন ডিবি সদস্যরা। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

জেন আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ