খাগড়াছড়িতে অবরোধের মধ্যে গুইমারা বাজারে আগুন
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা অবরোধ চলাকালে গুইমারা উপজেলার রামেসু বাজারে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ সময় অন্তত ২০টি দোকান ও কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জন মুখোশধারী ব্যক্তি বাজারে হামলা চালিয়ে দোকান ও বাড়িঘর লুটপাট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে বাজারসংলগ্ন মোটরসাইকেলগুলোতেও আগুন দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরের অধিকাংশ মালিক পাহাড়ি জনগোষ্ঠীর বলে জানা গেছে।
জুম্ম ছাত্র-জনতা’র সংগঠক সুইচিসাই বলেন, দুপুরের পর আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও ‘মারমুখী’ অবস্থানের জবাবে এলাকাবাসী প্রতিবাদ জানায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলি চালানো হলে ৬-৭ জন গুরুতর আহত হন।
পার্বত্য নেতা দ্বীপায়ন ত্রিপুরা অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সভা চলাকালে রামেসু বাজারে পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে, যা অগ্রহণযোগ্য।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে