Views Bangladesh Logo

আকুর দায় শোধের পর ৩১ বিলিয়ন রিজার্ভ

 VB  Desk

ভিবি ডেস্ক

শিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)‑কে ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধ করার পরও দেশের গ্রস রিজার্ভ ২৬ বিলিয়নের উপরে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, আজ রোববার (৯ নভেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ২৬.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২৭ অক্টোবরে রিজার্ভ ছিল ২৭.৩৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুনের আমদানি ব্যয় হিসেবে বাংলাদেশ ১.৯৬ বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকুর বিল পরিশোধের পরিমাণ কিছুটা কমে আসে। ২০২৩ সালে দ্বি-মাসিক হিসেবে বিলের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আকুর বিল পরিশোধ আবার বৃদ্ধি পেতে শুরু করে। চলতি বছরের মে-জুনে আকুর পেমেন্ট প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর, জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে। সংস্থার সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই নয়টি দেশ আঞ্চলিক লেনদেনের নিষ্পত্তি করে আকুর মাধ্যমে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ