Views Bangladesh Logo

গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 VB  Desk

ভিবি ডেস্ক

লাভজনক উন্নয়ন সংস্থা গ্রিন কনসার্নস ফাউন্ডেশন তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 'সবুজ, সুন্দর পৃথিবী গড়ি'- এই স্লোগান নিয়ে এক বছর আগে সংস্থাটি তাদের যাত্রা শুরু করেছিল।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিল অভ্যর্থনা, কেক কাটা এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আকবর আলী, সেক্রেটারি রণজিৎ কুমার সরকার, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান, নির্বাহী পরিচালক তাহমিনা খানম, নির্বাহী সদস্য শেখ কানিজ ফাতেমা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংগঠনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের গবেষণা, মাঠ পর্যায়ে পরিবেশ ব্যবস্থাপনা ও মৌলিক নীতি-নির্ধারণী কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যত দিনগুলোতেও আমরা দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই।’

এ ছাড়াও নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নির্বাহী পরিচালক তাহমিনা খানম বলেন, ‘মাঠর্পযায়ের সুবিধা বঞ্চিত মানুষদের চাহিদাকে বিবেচনায় রেখে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কার্যক্রমের মাধ্যমে বৃহৎ পরিসরে কাজ করতে আমরা গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশন দৃঢ় সংকল্পবদ্ধ। অনাগত দিনগুলোতে সরকার ও বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সমন্বয় আমাদের এই পথচলাকে আরও বেগবান করবে।’

পরিবেশ রক্ষা, সামাজিক স্থায়িত্ব প্রচার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রিন কনসার্নস ফাউন্ডেশন তাদের সাংগঠনিক ভিশন, মিশন ও মূল্যবোধকে মূর্ত করে তোলার জন্য কৌশলগত ও বহুমুখী পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য জনগোষ্ঠীর এবং কর্ম এলাকার চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প নিরলসভাবে গ্রহণ ও বাস্তবায়ন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ