Views Bangladesh Logo

গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে: মির্জা ফখরুল

দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি মহল ভয়ংকরভাবে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের এক ভয়াবহ ফ্যাসিস্ট শাসন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মূল্যবোধ ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশ এখন একটি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ গঠিত হবে এবং তারা দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নেবে—এমন প্রত্যাশা সবার।

তিনি আরও বলেন, এই উত্তরণকালীন প্রক্রিয়ার মধ্যেই কিছু ব্যক্তি ও মহল সক্রিয়ভাবে চক্রান্ত করছে, যাতে এই ট্রানজিশনাল প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই চক্রান্তের শিকার হয়ে শহীদ হওয়া ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। একই সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেন, যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ