গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে
সিস্টেম আপগ্রেড ও সেবার মান উন্নয়নের কারণে গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপিতে প্রকাশিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এই সময় গ্রাহকরা দোকান, বিকাশ, নগদ বা অনলাইন ব্যাংকিং কোনো মাধ্যমেই রিচার্জ করতে পারবেন না। তবে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেটসহ অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে।
এছাড়া, রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সেবাও বন্ধ থাকবে। গ্রাহকরা সংযোগ চালু রাখতে চাইলে এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করতে পারবেন।
গ্রামীণফোন তাদের গ্রাহকদের উদ্দেশে জানিয়েছে, উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের জন্য রিচার্জ সেবা বন্ধ থাকায় কোনো ধরনের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বর্তমানে দেশে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা প্রায় আট কোটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে