Views Bangladesh Logo

নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করাই সরকারের কাজ: প্রধান উপদেষ্টা

ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মূলত নির্বাচন কমিশনকে সহায়তা করবে—এটাই তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, এটি জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা সম্মিলিতভাবে গ্রহণ করতে হবে এবং সফলভাবে সম্পন্ন করে একে একটি ঐতিহাসিক অর্জনে পরিণত করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো ধরনের গলদ না থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালের নির্বাচন ভবিষ্যতের জন্য একটি আদর্শ নির্বাচন হয়ে উঠবে।

ড. ইউনূস বলেন, নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়ে গেছে। আজ থেকে প্রস্তুতি শুরু, আর ১২ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত পরীক্ষা। তিনি জোর দিয়ে বলেন, এখন সবচেয়ে বড় নির্দেশ হলো নির্বাচন কমিশনের নির্দেশ—সবাইকে ইসির নির্দেশনা মেনে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমান্ডের মূল ভূমিকায় থাকবে। এবারের নির্বাচনে প্রচলিত চ্যালেঞ্জের পাশাপাশি প্রযুক্তিগত নানা নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে এবং একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে কোনো ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস বলেন, এবারের নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি বিপুলসংখ্যক সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক গভীর আগ্রহ দেখাচ্ছেন। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন, তাই আমাদেরও সুপার সিরিয়াস হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি বিবেচনায় একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও ইতিবাচক মনোভাব বজায় রাখছেন এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি। আশা প্রকাশ করেন, নির্বাচনের শেষ পর্যন্ত সবাই এই ইতিবাচক অবস্থান ধরে রাখবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ