জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এ ডিগ্রির সনদ গ্রহণের পর দেয়া এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য তার সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ড. ইউনূস বলেন, ‘সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং জনগণকে ক্ষমতায়িত করতে মনোযোগী। সংস্কার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে মালয়েশিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোক্রেডিট এবং সামাজিক ব্যবসা মডেলের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রদায়ের উপর ড. ইউনূসের অনন্য ও রূপান্তরকারী প্রভাবের জন্য তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে।
ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী এবং ড. ইউনুসের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে