ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ
দেশজুড়ে ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৬ জুলাই) আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকার একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় একটি পৃথক আইন তৈরির কাজ চলছে, যাতে ভবিষ্যতে তথ্যের অপব্যবহার রোধ করা যায়।’
ফয়েজ আহমদ জানান, সরকার একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা এবং ডেটা গভর্ন্যান্স আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রযুক্তির গতির সঙ্গে তাল মিলিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি সংশ্লিষ্ট আইনসমূহ হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও উন্নয়নের পথে রয়েছে।
তিনি বলেন, ‘জাতীয় এপিআই হাব গঠন ও ক্লাউড কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এখনো অনলাইনে আবেদন করে নাগরিকদের প্রিন্ট কপি সংগ্রহ করতে হয়, যা প্রকৃত ডিজিটাল সেবা নয়। এই প্রক্রিয়া বদলাতে হবে।’
ফাইজ আহমদ জানান, নগরবাসীর সেবা সহজ করতে সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্কগুলো সক্রিয় করার পরিকল্পনাও নেয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এসব পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রশাসন এগিয়ে নিয়ে যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে