Views Bangladesh Logo

শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিতেরও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।’

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা পাঁচদিন ধরে ঢাকায় আন্দোলন করে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবার প্রস্তুতি রয়েছে তাদের। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে এই আন্দোলনের দাবিগুলো হচ্ছে, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম তিন হাজার টাকা) ভাতা ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

আন্দোলনের প্রেক্ষিতে সরকারের অবস্থান জানাতে ডাকা সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, ‘আমরা এসব দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। যতোটা পারা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের আলোচনায় ডেকেছি।’

তিনি বলেন, ‘আলোচনায় বসলে সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটি উত্তরণ। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে। তখন এটির ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ