মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার
সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার হওয়ায় সরকারের প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হবে, তবে এটি ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী সুবিধা প্রদান করবে।
প্রেস সচিব আরও জানান, ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ার আগেই খেজুরের ওপর ট্যাক্স কমানো হয়েছে। আগে খেজুরের ট্যাক্স ছিল প্রায় ৫২%, যা কমিয়ে ৪০% করা হয়েছে। কাস্টমস ডিপিও ২৫% থেকে ১৫% কমানো হয়েছে।
তিনি বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫, এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫ এবং সংশ্লিষ্ট আইনগত খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিশেষ করে বাণিজ্যিক আদালতের আইন বাংলাদেশের এনসিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে