ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করবে না সরকার: প্রেস সচিব
দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা সরকার সহ্য করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দের নথি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেস সচিব স্বীকার করেন, খিলক্ষেত এলাকায় রেলপথের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি হিন্দু মন্দির সরিয়ে নেয়া হয়েছিল, যা যথাযথ সম্মান বজায় রেখে করা হয়নি।
শফিকুল আলম বলেন, ‘এই বিষয়টি বিবেচনায় নিয়ে রেল মন্ত্রণালয় হিন্দু সম্প্রদায়ের জন্য পূজার স্থান স্থাপনের উদ্দেশ্যে নতুন জমি বরাদ্দ দিয়েছে।’
তিনি আরও জানান, রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত মূল্যে জমিটি অধিগ্রহণ করা হয়েছে।
প্রেস সচিব জানান, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি সংস্কারের জন্য মন্দির কর্তৃপক্ষের অনুরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় সরকারের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব সম্প্রদায়ের প্রতি সমান সম্মান ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে