Views Bangladesh Logo

হাসিনার বক্তব্য প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার যে কোনো বক্তব্য বা অডিও প্রকাশ বা প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর গুরুতর লঙ্ঘন। এতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগেই ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, কিছু গণমাধ্যম সম্প্রতি আইন ও আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে গণমাধ্যমগুলোর প্রতি সতর্কবার্তা জানিয়ে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের প্রচার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। শেখ হাসিনা গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে দেশত্যাগ করেছেন। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন। আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, দলের কার্যকলাপ বা নেতাদের বক্তব্য প্রচারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের আওতায় আসবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার কাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকার গণমাধ্যমকে সতর্ক করে জানায়, শেখ হাসিনার যে কোনো বক্তব্য বা উসকানিমূলক প্রচার গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করতে পারে এবং জনগণকে বিভ্রান্ত করতে সক্ষম। তাই এ বিষয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ