Views Bangladesh Logo

রোববার থেকে প্রতি কেজি ইলিশ ৬০০ টাকায় বিক্রি করবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

লিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকায় কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করবে সরকার। এসব ইলিশের ওজন হবে ৪৫০ থেকে ৮৫০ গ্রাম।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের উদ্বোধনের পর রাজধানীর কারওয়ানবাজারের বিএফডিসি ভবনের মাছের বাজারে এসব ইলিশ বিক্রি করা হবে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক অদ্বৈত চন্দ্র দাস বলেন, ‘এই লটে বিক্রিযোগ্য ইলিশ মাছ থাকছে ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।’

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী বলেন, ‘মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে কোনো লাভ ছাড়াই এই কর্মসূচিতে যোগ দিয়েছি। এতে যদি সফলতা পাই, পরীক্ষামূলক ভিত্তিতে পরে আরও বড় উদ্যোগ নেব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ