Views Bangladesh Logo

৪ হাজার ৯৮৫ তরুণকে ৪৭ কোটি টাকা যুবঋণ দেবে সরকার

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের ক্ষমতায়নে ৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি ২৬ লাখ টাকার যুবঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এ তথ্য জানান। এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থনের পর প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি যুবসমাজকে উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার আখ্যা দেন।

এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ২,৫৩৪ জন যুবক ও ২,৪৫১ জন যুবতীসহ মোট ৪,৯৮৫ জনকে ৪৭ কোটি ২৬ লাখ টাকার যুবঋণ দেওয়া হবে। গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে প্রতিবছর প্রায় ২ লাখ যুব কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন।

তিনি বলেন, সড়ক শৃঙ্খলা ফেরাতে ১,০৭৬ যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক পুলিশের সহায়তায় নিয়োগ দেওয়া হয়েছে। যুবদের উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার করা হয়েছে।

বর্তমানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এছাড়া, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে যুক্ত নন এমন ৯ লাখ বেকার যুবকে ছয় মাসের মধ্যে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ