Views Bangladesh Logo

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে সরকার

গামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়র্ন ক্যামেরা কিনবে অন্তর্বর্তী সরকার।

শনিবার (৯ আগষ্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রোববার (১০ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও আইটি) ফয়েজ আহমেদ তাইয়েব জানান, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অক্টোবরের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য নেয়া হয়েছে। যাতে পুলিশ কর্মকর্তারা ক্যামেরার বৈশিষ্ট্য, এআই সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারে।

এ জন্য জার্মান, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে বডি ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা করছে করেছে বাংলাদেশ সরকার। এই ক্যামেরাগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা ব্যবহার করবেন।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তার উপর জোর দিয়ে কর্তৃপক্ষকে এসব ক্যামেরা ক্রয় করতে ও প্রশিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, বৈঠকে একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়, যেখানে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং দেশের ১০ কোটির বেশি ভোটারদের জন্য অভিযোগ দাখিলের সুবিধা থাকবে। কর্মকর্তাদেরকে এই অ্যাপটি ব্যবহারকারী-বান্ধব এবং নির্বাচনের আগে চালু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ