Views Bangladesh Logo

শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে সরকারের ১৮ দফা নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এ মাসের শেষে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮ দফা নির্দেশনা জারি করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় জুম প্ল্যাটফর্মে আয়োজিত বিশেষ অনলাইন সভায় আট বিভাগের কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম এবং উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী।

বিস্তৃত এই নির্দেশনায় সম্ভাব্য নাশকতা বা অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধ এবং উৎসবকালীন সময়ে নির্বিঘ্ন আইনশৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনার মূল দিকগুলো হলো—পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি সদস্যদের দৃশ্যমান টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে।

ধর্মীয় উসকানিমূলক বা বিদ্বেষমূলক কন্টেন্টের বিস্তার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পূজা উদযাপন কমিটিকে যথাযথ সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ ও ২৪ ঘণ্টা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে জেলা ও উপজেলাভিত্তিক পর্যায়ে ডিসি ও ইউএনওদের নেতৃত্বে কমিউনিটি নেতা, শিক্ষার্থী ও সুধীজনদের অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করা হবে।

যে কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক বস্তু যেন মণ্ডপে প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর তল্লাশি চালানো হবে। শান্তি বজায় রাখতে পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

উৎসবকালে আতশবাজি ও পটকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এগুলোর বিক্রি ও ব্যবহার রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনকালে যথাযথ আলোর ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখতে হবে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও বিসর্জন অনুষ্ঠানে প্রস্তুত থাকবে।

অস্থায়ীভাবে মেরামত করা হবে পূজামণ্ডপে যাওয়ার সড়কগুলো, যাতে পরিবহন নির্বিঘ্ন থাকে। এ ছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গাপূজা নিশ্চিতে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ