ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত
ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, খোলা ও বোতলজাত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে।
ব্যবসায়ী নেতারা দাবি করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতেই এ সমন্বয় প্রয়োজন।
তবে অর্থনীতিবিদরা মনে করেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশে তার প্রভাব অনেক সময় উল্টো দিকে যায়। এতে ভোক্তাদের ভোগান্তি বাড়ে।
ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম সম্প্রতি বেড়ে ১ হাজার ২০০ ডলারে পৌঁছেছে। তাদের মতে, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ বেড়েছে এবং পাম তেলের দামও ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতেই দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে