যুক্তরাজ্য থেকে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। মঙ্গলবার (১৯আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে তিন কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ১৯ থেকে ২০ অক্টোবর ২০২৫ সালে নির্ধারিত ৪২তম কার্গো প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৪৪ ডলার দরে আমদানি করা হবে, যার ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা। একইভাবে ৬ থেকে ৭ অক্টোবরের জন্য নির্ধারিত ৪৩তম কার্গো প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৩৪ ডলার দরে কেনা হবে, এতে ব্যয় হবে প্রায় ৪৭৬ কোটি ৪৮ লাখ টাকা। এছাড়া ২৮ থেকে ২৯ অক্টোবরের জন্য নির্ধারিত ৪৪তম কার্গো প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৫৪ ডলার দরে আমদানি করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা।
সরকার আশা করছে, নির্ধারিত সময়ে এই কার্গোগুলো সরবরাহ নিশ্চিত হলে দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে