Views Bangladesh Logo

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করার অনুমোদন দিয়েছে। ভারত থেকে এই চাল আনার জন্য খরচ হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড থেকে আনা হবে। প্রতি টন চালের দাম নির্ধারিত হয়েছে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।

এর আগে গত ৭ অক্টোবর প্যাকেজ-০১ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আনার প্রস্তাবও অনুমোদিত হয়েছিল। সেই চাল ভারতের এম/এস-বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে আনা হবে এবং খরচ হবে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২.২০ লাখ টন গম আমদানি করার অনুমোদনও দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠান হলো ইউ এস গম অ্যাসোসিয়েটসের মাধ্যমে অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। গম আনার জন্য ব্যয় হবে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা এবং প্রতি টনের দাম পড়বে ৩০৮ মার্কিন ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ