Views Bangladesh Logo

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ অক্টোবর দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে। এ উপলক্ষে নিহত শিশুদের পরিবারকে এই সম্মাননা প্রদান করা হবে।

বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও একযোগে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য— ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ।’

দিবসটি উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠান আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফ প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।

এছাড়া আন্দোলনে নিহত শিশুদের অভিভাবকরা অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ