Views Bangladesh Logo

দগ্ধ ফায়ারফাইটারদের উন্নত চিকিৎসা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গীর রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পাঁচ ফায়ারফাইটারের উন্নত চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সোমবারের ওই অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ারফাইটারদের দেখতে এসে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দগ্ধদের চিকিৎসার সব ধাপে সহযোগিতা করবে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনকালে আহত এই ফায়ারফাইটারদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।

সোমবার বিকেলে টঙ্গী এলাকার একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচজন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, আহত ফায়ারফাইটারদের দুজনের শরীরের শতভাগ পুড়ে গেছে এবং তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনা আবারও জরুরি সেবা কর্মীদের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে এবং রাসায়নিক গুদামগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ