সরকার গণভোটের প্রচারণা চালাবে: প্রেস সচিব
আইনি বাধা না থাকায় সরকার গণভোটের প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবস সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘হ্যাঁ’ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার সচেতনতা সৃষ্টি করবে এবং প্রচারণা চালাবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনি পরামর্শ নিয়েছে, এবং শীর্ষ আইনজীবীরা লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনও আইনি বাধা নেই।
শফিকুল আলম বলেন, সাক্ষাতে আওয়ামী লীগ বা নির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে কোনও আলোচনা হয়নি। গণভোটের গুরুত্বের বিষয়ে কথা হয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, ‘হ্যাঁ’ ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন সম্ভব হবে। মিশন প্রধান জানান, তারা দেশের সর্বত্র নজরদারি করবে, বড় রাজনৈতিক দলসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলবে।
প্রেস সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন, “ইইউকে আশ্বস্ত করা হয়েছে যে, আগামী নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে। এটি হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং শান্তিপূর্ণ—একটি উৎসবমুখর নির্বাচন। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে