Views Bangladesh Logo

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার

রকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল কিনতে অনুমোদন দিয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫–২৬ অর্থবছরের প্যাকেজ-৬ এর আওতায় এই চাল কেনা হবে। চাল সরবরাহ করবে সিঙ্গাপুরের এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।

এর আগে, ১৮ নভেম্বর একই দেশের মেসার্স আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছিল। তখন ব্যয় ধরা হয়েছিল ২১৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা এবং প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫৪.১৯ মার্কিন ডলার।

এরও আগে, ২২ অক্টোবর বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র ও জি-টু-জি পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে মোট এক লাখ টন চাল (৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ ও ৫০ হাজার টন আতপ) কেনার অনুমতি দেওয়া হয়। তখন মোট ব্যয় ধরা হয়েছিল ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ