Views Bangladesh Logo

বোয়িং থেকে ২৫টি বিমান কিনছে সরকার: বাণিজ্য সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার জন্য সরকার অর্ডার দিয়েছে বলে রবিবার (২৭জুলাই) নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সমশ বাণিজ্য সচিব বলেন, 'বোয়িং একটি স্বাধীন বেসরকারি প্রতিষ্ঠান, এটি মার্কিন সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। আমরা তাদের কাছ থেকে ২৫টি বিমান কেনার জন্য অর্ডার দিয়েছি। ভারতের মতো ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও ১০০টি করে বিমান অর্ডার করেছে।'

তিনি আরও বলেন, 'বোয়িং-এর উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করে এই বিমানের সরবরাহ সময় নির্ধারিত হবে। এটি কিছুটা সময় নিতে পারে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ