Views Bangladesh Logo

‘সরকার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে নিচ্ছে’

 VB  Desk

ভিবি ডেস্ক

সাম্প্রতিক বিক্ষোভের পর ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেয়া হচ্ছে বলে আশ্বস্ত করে আরও আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শিক্ষার্থীদের পেশাগত দাবির বৈধতা মূল্যায়ন এবং সুপারিশের খসড়া তৈরিতে গঠিত কমিটির প্রথম বৈঠকের পর এই মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ‘বিক্ষোভে জড়িত শিক্ষার্থীদের অভিভাবক এবং নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করছে সরকার। যথাযথ আলোচনা ছাড়া তাৎক্ষণিকভাবে দাবি মেনে নেয়া সম্ভব নয়- তিন দফা, সাত দফা অথবা যেকোনো আংশিক তালিকাই হোক না কেন’।

‘যেহেতু সরকার বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছে, তাই অতিরিক্ত প্রতিবাদ কর্মসূচির প্রয়োজন নেই’- বলেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা চিহ্নিত করতে গণপূর্ত সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের কর্মীদল গঠন করা হয়েছে। দলে রয়েছেন প্রকৌশল সংস্থা এবং জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। কাজ শুরু হয়েছে এবং সবার মতামত শোনা হবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টা কমিটি তাদের উদ্বেগও শুনবে। একমাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেয়া হবে’।

শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের প্রতিশ্রুতিতে জোর দিয়ে বিক্ষোভের মাধ্যমে জনগণের অসুবিধা এড়ানোরও আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ