Views Bangladesh Logo

বিবিএসের তথ্য প্রকাশে লাগবে না মন্ত্রীর অনুমোদন

রকারি যেকোনো পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশে আর পরিকল্পনামন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালকই এখন থেকে এসব তথ্য প্রকাশের ক্ষমতা পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা পরিসংখ্যান প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণ নীতিমালায় এ কথা বলা হয়েছে।

নতুন নীতিমালার ফলে পরিসংখ্যান প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ ও কারসাজির ঝুঁকি কমবে এবং তথ্য প্রকাশের প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এত দিন বিবিএসের যেকোনো জরিপ ও শুমারির প্রতিবেদন প্রকাশের আগে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন নিতে হতো। নতুন নীতিমালায় সেই প্রথা বাতিল করা হয়েছে।

এখন থেকে মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, অর্থনৈতিক শুমারি ও শ্রমশক্তি জরিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সরাসরি বিবিএসের মহাপরিচালক প্রকাশ করতে পারবেন।

নীতিমালাটি কার্যকর করতে একটি বিধিমালা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিধিমালার অনুমোদন মিলতে পারে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, অতীতে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বিরুদ্ধে পরিসংখ্যান নিয়ে কারসাজির অভিযোগ উঠেছিল। জিডিপি প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো এবং মূল্যস্ফীতির তথ্য কমিয়ে প্রকাশের অভিযোগও ছিল বিভিন্ন সময়ে।

নীতিমালায় আরও বলা হয়েছে, সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণের লক্ষ্যে বিবিএস বিশেষজ্ঞদের সমন্বয়ে শাখাভিত্তিক কারিগরি পরামর্শ কমিটি গঠন করবে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিবিএসের মহাপরিচালক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ