Views Bangladesh Logo

নিহতের সংখ্যা গোপন করার অভিযোগ অস্বীকার সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ অস্বীকার করেছে সরকার।

সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কলেজ ভবনে বিধ্বস্তর পর এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের চিত্র ও মানবিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশ্ন নিহতের সঠিক সংখ্যা নিয়ে।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে সরকার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। যারা এখনও শনাক্ত হননি, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেয়া হচ্ছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত বা আহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে—এ ধরনের দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি,’ বলা হয় বিজ্ঞপ্তিতে। আরও জানানো হয়, সরকার, সশস্ত্র বাহিনী, স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালসমূহ যৌথভাবে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে কাজ করছে।

এছাড়া যেসব পরিবারের সদস্য নিখোঁজ রয়েছেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য স্কুলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিখোঁজদের তথ্য যাচাইয়ে স্কুলের রেকর্ডপত্র খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ