Views Bangladesh Logo

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা করছে সরকার

প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটির সংখ্যা কমিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কার্যকর সময় ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার । এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে এবং শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজে সম্পৃক্ত না করার উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে প্রায় ৩২ হাজার প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক শূন্য। পদোন্নতি আটকে থাকার কারণে এই শূন্যতা দীর্ঘদিন স্থায়ী হয়েছে। শূন্য পদ পূরণের জন্য ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।’

পাশাপাশি শিক্ষকদের বদলি শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ