Views Bangladesh Logo

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার না করতে বলা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল পেসার মোস্তাফিজুর রহমানের। তবে গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর কর্তৃপক্ষ তাকে দল থেকে বাদ দেয়।

এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই ঘটনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ